কবি জীবনানন্দ দাশ কবিতা পুরস্কার ২০২৫ পেলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ

মুক্তমন রিপোর্ট : কাব্য সাধনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ” কবি জীবনানন্দ দাশ কবিতা পুরস্কার ২০২৫” অর্জন করেছেন ভিন্নমাত্রার কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। কবি সংসদ বাংলাদেশ তাঁকে এই সম্মাননা দেয়।
গত ২৪ মে বরিশালের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগের আয়োজিত কবিতা উৎসব ও নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি মুস্তফা হাবীব।
এস এম সাব্বির নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মাহবুবুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি পথিক মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী কবি মারজিয়া খান।
কবি ও সংগঠক জামান মনির এর সার্বিক ব্যবস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। এছাড়া কবিতা পাঠ করেন কবিতার ফেরিওয়ালা মুসাফির, কবি রিসালাত মীরবহর, কবি চন্দ্রিমা ব্যানার্জি, কবি রুদ্র শামীম, কবি মায়াবী নূপুর, কবি শাহানাজ পারভীন, কবি লিমা রহমান, কবি অনন্ত রিয়াজ, কবি তরুণ কুণ্ডু, কবি এনামুল হক খান, কবি আবু জাফর দিলু, কবি সাইফুল্লাহ সাইফ ও মুক্তিযোদ্ধা নূরুদ্দিন শেখ প্রমুখ। নজরুল সঙ্গীত পরিবেশন করেন- শিল্পী সম্পা, শিল্পী জাকির হোসেন সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- কাব্য সাধনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ” কবি জীবনানন্দ দাশ কবিতা পুরস্কার ২০২৫” অর্জন করেছেন ভিন্নমাত্রার কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।