বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না; এটা অযৌক্তি : ইসলামী আন্দোলন

এইচ এম মাহমুদ হাসান, উত্তরা : ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না; এটা অযৌক্তি কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সক্রিয় ছিল এবং মতামত দিয়ে আসছে, জনমত তৈরী করছে। এখন বিএনপি ব্যতীত প্রায় অধিকাংশ দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছে। বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক চর্চা করে, তাহলে কেন তারা পিআর পদ্ধতির বিরোধীতা করছে তা আমাদের বোধগম্য নয়।
আজ ২০ জুন’২৫ শুক্রবার রাজধানী উত্তরের ঢাকা-১৬ ও ১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, এড. মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন, আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ।
নগর উত্তর সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের নেতৃত্বে অপর আরেকটি টিম ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে প্রার্থী বাছাই প্রোগ্রাম পরিচালনা করেন। টিমে অন্যান সদস্যরা হলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী ওয়ালী উল্লাহ, ডাঃ মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী হাবিবুল্লাহ, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থীদের একটি ভোট বাক্স প্রদানের ব্যাপারে প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেয়া শুরু করে দিয়েছে। যা অতীতেও দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে শূণ্য। তাদের ষড়যন্ত্রে পা না দেয়ার জন্য সতর্ক থাকতে হবে।
২৮ জুন’২৫ শনিবার ঐতিহাসিক সৌহরাওয়ার্দী উদ্যানে আহুত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও দেশবাসীকে নতুন বার্তা দিবেন। তাই মহাসমাবেশে সকল শ্রেণী পেশা ও রাজনৈতিক সচেতন ব্যাক্তিদেরকে অংশগ্রহণ করার উদাত্ব আহবান জানান।