জাতীয়বৃহত্তর উত্তরা
বিশ্ব যোগ দিবস উপলক্ষে উত্তরায় ইয়োগা সেমিনার ইয়োগা সেশন

মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে আজ ২১ জুন উত্তরার সেক্টর ৪-এ “ভোরে শুরু হোক যোগ, মুক্ত থাকুক রোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সেমিনার ও ইয়োগা সেশন অনুষ্ঠিত।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উত্তরা যোগা সোসাইটি ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর -৪
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল প্রফেসর ডা. এইচ আর হারুন (অব.), যিনি একজন খ্যাতিমান ইউরোলজিস্ট এবং হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ।
বিশেষ অতিথি ছিলেন শেখ আবদুন নূর, সভাপতি, বান্ধন সোসাইটি উত্তরা এবং চেয়ারম্যান, আরএসএস গ্রুপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউল ইসলাম, উপ পুলিশ কমিশনার(ডিসি), সিটিএসবি,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(জিএমপি)।