দক্ষিণখানে মাদরাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত ছাত্রীর মৃত্যু

মুক্তমন রিপোর্ট : গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণখান এলাকার একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে জান্নাত (২০) এক মাদ্রাসার ছাত্রী গুরুতর আহত হয়। দেখতে পেয়ে শিক্ষকেরা জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই মাদ্রাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, দক্ষিণখান ভাই ভাই মার্কেটে অবস্থিত নুরানি ট্রেনিং সেন্টার মাদ্রাসার ছাত্রী ছিলেন জান্নাত। গতরাতে মাদ্রাসার পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে তাঁকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে জান্নাত কীভাবে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি মাদ্রাসার শিক্ষকেরা।
মৃত জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামাপাড়া গ্রামে। বাবার নাম লোকমান হোসেন। বর্তমানে দক্ষিণখান নুরানি মাদ্রাসায় থাকতেন তিনি।