তারেক রহমানের আস্থার প্রতীক: কে এই হুমায়ুন কবির?

মুক্তমন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা, আন্তর্জাতিক রাজনীতিতে অভিজ্ঞ এবং সিলেটের গর্ব হিসেবে পরিচিত একটি নাম—হুমায়ুন কবির। সিলেট-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে এলাকায় আগ্রহ যেমন বাড়ছে, তেমনি জাতীয় রাজনীতিতেও তার বিচক্ষণতা ও দূরদর্শিতার জন্য আলাদা গুরুত্ব পাচ্ছেন তিনি।
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার হাবসপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাসে বেড়ে উঠলেও তিনি সবসময় দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থেকেছেন।
উচ্চশিক্ষায় বৈচিত্র্য ও গভীরতা:
হুমায়ুন কবির যুক্তরাজ্যের নামী সব বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, ম্যানেজমেন্ট ও আইন বিষয়ে একাধিক ডিগ্রি অর্জন করেন। স্নাতক (সম্মান): ইউনিভার্সিটি অব সাসেক্স। মাস্টার্স (MSc) রাজনীতি: লন্ডন স্কুল অব ইকোনোমিকস (LSE)। ম্যানেজমেন্টে মাস্টার্স: ইউনিভার্সিটি অব কেমব্রিজ। আইনে মাস্টার্স (LLM): লিডস ল’ স্কুল।
পেশাগত জীবন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা :
যুক্তরাজ্যে তিনি লন্ডন মেয়রের কার্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে COP26 বিষয়ক টিমে কাজের অভিজ্ঞতা ছাড়াও ন্যায় মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচিবের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত তিনি লেবার পার্টির নির্বাচিত সেক্রেটারি ছিলেন টাওয়ার হ্যামলেটসে।
বিএনপিতে ভূমিকা :
হুমায়ুন কবির বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য (সমমর্যাদায়)। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক এই উপদেষ্টা প্রায় ১৫ বছর ধরে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দলীয় প্রধান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে তাকে দেখা হয়।
পররাষ্ট্রনীতিতে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি :
হুমায়ুন কবির মনে করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে রাষ্ট্রসমূহের মধ্যে সমতা ও পারস্পরিক স্বার্থ রক্ষার ভিত্তিতে। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, “ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রভুর সাথে গোলামের নয়।” তাঁর মতে, বিএনপি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগোচ্ছে।
নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা :
সিলেট-২ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, “জনগণের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের কথা শুনছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীর পথচলা নির্ধারণ করব।” স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তারুণ্যের প্রতিনিধি ও ত্যাগের প্রতীক :
ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের পাশে থেকে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। আল জাজিরার মত আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মতামত ও বিশ্লেষণ গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে।
সিলেটবাসী বিশ্বাস করে—একজন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন, শিক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে হুমায়ুন কবির এমপি নির্বাচিত হলে ওসমানীনগর-বিশ্বনাথসহ পুরো সিলেট বিভাগ উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে। তারেক রহমান যদি আগামীতে রাষ্ট্র পরিচালনায় আসেন, তবে হুমায়ুন কবির হবেন সেই যোদ্ধাদের একজন, যিনি বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও উন্নয়ন অগ্রযাত্রার নেতৃত্বে থাকবেন।