বৃহত্তর উত্তরারাজনীতি

মাঠে নামলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নেতা সেগুন

মুক্তমন রিপোর্ট : অবশেষে মাঠ নামলেন ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন। সম্প্রতি সময়ে যেন আড়ালেই ছিলেন বিগত দিনে বৃহত্তর উত্তরা আসনে বিএনপি’র হয়ে নির্বাচনে অংশ নেয়া এই নেতা।

৪ জুলাই শুক্রবার উত্তরখানের শাহ কবির মাজার মসজিদে ‍জুমার নামাজ আদায় শেষে জিয়ারতের মধ্যদিয়ে রাজনীতিতে ফের প্রকাশ্যে আসলেন তিনি। এদিন তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

তার অনুসারিরা বলছেন দলীয় হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এই প্রচারণা শুরু করেছেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ জনগণের উদ্দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকলের দোয়া চেয়ে সেগুন বলেছেন, আমরা যারা বিএনপি করি আমরা সকলে ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আগামী নির্বাচনে দল যদি আমাকে এই ঢাকা ১৮ আসনে মনোনয়ন দেয় আমি নির্বাচনে আপনাদের সাথে নিয়ে কাজ করে যাবো। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি দোয়া কামনা করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যও।

এদিকে মোস্তাফিজুর রহমান সেগুনের পক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তুলে অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন দেওয়ান, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো:মিঠু, উত্তরখান থানা বিএনপির ৪৫ নং ওয়ার্ড এর আহ্বায়ক মো:আশরাফ, সাধারণ সম্পাদক রিপন সরকার প্রমুখ।

এই সময় বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা ১৮ আসনের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সেগুন। তিনি ঢাকা বিশ্ববিদ্দালয়ের সাবেক ছাত্রদল নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button