বৃহত্তর উত্তরারাজনীতি

যারা বিএনপিকে নিয়ে কুৎসা রটাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না

মুক্তমন রিপোর্ট : বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন যে, “নতুন যারা রাজনীতিতে এসেই বিএনপির ‍বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তাদের এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছে বিএনপি। কিন্তু তাদের মনে করিয়ে দিতে চাই যে, বিএনপি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।”

শুক্রবার বিকেলে ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, যাদের জনভিত্তি নেই তারা আজ নির্বিচনকে পিছিয়ে দিতে চায়। বিএনপি মাঠে আছে তাই জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতেই আন্দোলন করে একটি বিজয় এনেছে। তাই জনগণনের ভোটের অধিকারের বিরুদ্ধে যারাই যাবে তাদের প্রতিহত করা হবে।

এনসিপির উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, এদেশের রাজনীতি করেন গণতান্ত্রিক ভাবে করবেন। আপনাদের বয়স কত? বিএনপির নিয়ে যদি কথা বলেন তাহলে বুঝে শুনে কথা বলবেন। বিএনপির ভিত্তি অনেক গভীরে। আপনাদের বয়স কম আপনাদের ভুল হতে পারে। আওয়ামী লীগ ভুল করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাইনা আপনাদেরকেও একই পরিনতি হোক। আপনারা রাজনীতিতে এসেছেন তাই আপনাদের স্বাগতম। কিন্তু অশোভন আচরনের শিক্ষা কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট পেছাতে চাইলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের কোন পর্যথ্য নেই। আপনারা যদি তাই করেন তাহলে আপনারাই ফ্যাসিবাদের দোসর। আপনারাই ভারতের দালাল।

নির্বাচনে পিআর পদ্ধতিরে সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। সুতরাং যাদের জনভিত্তি নেই এমন কাউকে এই পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধি করলে তা সাধারণ মানুষ মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যেসব সংস্কারের কথা বলেছেন সেগুলো কি হচ্ছে তা মানুষ দেখছে। আপনারা দ্রুত নির্বাচন দিয়ে সরে দাাঁড়ান।

সংস্কারের শুরু বিএনপির হাত ধরে উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, নির্বাচিত সরকার সংস্কার করবে। আপনারা সুষ্ঠু ভোটের আয়োজন করুন। আর ভোট হলে জনগণ পূর্বের ন্যয় বিএনপিকেই বেছে নেবে। পিআর পদ্ধতির নামে অযথা কালক্ষেপন না করার জন্য আহ্বান জানান তিনি।

কর্মসূচিটি কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে হানিফ আলীর মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুজিবর, সাধারন সম্পাদক সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক দুলাল, সদস্য সচিব জামান, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফ, যুবদল নেতা হারুন, কৃষক দলের আহবায়ক আনোয়ার, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির, সিনিয়র সহ-সভাপতি রনি, তাতী দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক রবিউল এবং তুরাগ থানার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button