রাজনীতি

দাগনভূঞা-সোনাগাজীতে গণঅধিকার পরিষদের আলোচনায় ঐক্যের বার্তা

ফেনী প্রতিনিধি : দাগনভূঞা ও সোনাগাজীতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতারা মনে করেন, এই সভার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে সংগঠনটি আরও সুসংহত হয়ে মাঠে কাজ করবে।

সভায় গণঅধিকার পরিষদ ফেনীর আহবায়ক হাবিবুল্লাহ বাহার, সদস্য সচিব রেজাউল করিম সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, এমদাদ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রমজান আলী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় নির্বাচনে সোনাগাজী ও দাগনভূঞা আসনে প্রত্যাশী প্রার্থী মোহাম্মদ ইউছুফ বলেন, “গণঅধিকার পরিষদ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকবে। ঐক্যবদ্ধ থেকে আমরা জনগণের জন্য কাজ করতে চাই।”

সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গণমানুষের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button