বৃহত্তর উত্তরা

বেতন না দিয়ে পলাতক মালিক, রাস্তা অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এদিকে বেতন দেওয়ার কথা বলেও পালিয়েছে মালিক কর্তৃপক্ষ।

দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। এতে প্রায় দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ প্রায় প্রায় একশত শ্রমিকরা অবস্থান নিয়েছেন।
এর আগে আজ (বুধবার) বিকেল ৫টায় বেতন দেওয়ার কথা ছিল। দিকে পূর্ব ঘোষিত বেতনের আশায় শ্রমিকরা গার্মেন্টসটিতে আসলেও মালিক কর্তৃপক্ষ আসে নাই।
শিফা ফ্যাশনের অপারেটর আফসানা আক্তার বলেন, ‘গত কুরবানির ঈদের আগের মাসেরও হাফ মাসের বেতন পাই আমরা। আবার গত দুই মাসেরও ভেতনও দিচ্ছে না। আমাদেরকে একাধিকবার তারিখ দিয়েও ঘুরাইছে মালিক কর্তৃপক্ষ। অবশেষে আজ দেওয়ার কথা বলেও দেয় নি। যার কারণে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।’
শ্রাবণী আক্তার নামের আরেক অপারেটর বলেন, ‘আমার বেতন ১৫ হাজার। আমি পুরো এক মাসের ভেতন পাই। আবার এক মাস ছাড়াও আরো কিছু দিন কাজ করিয়েছে, সেই টাকাও দেয় নি।’
ফরিদা নামের আরেক বয়স্ক নারী শ্রমিক বলেন, ‘আমার স্বামী নাই। আমি তিন মেয়ে নিয়ে ঢাকায় থাকি। গার্মেন্টসে কাজ করি, ভাত খাই। কিন্তু দুই মাসের বেতন দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে। এদিকে বাসার মালিক ভাড়ার টাকার জন্য রুমে তালা মেরে দিয়েছে। দোকান মালিক মুদি মালামাল দেওয়া না। বলে- পাওনা টাকা পরিশোধ করে তারপর মালামাল নিতে।’
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজমপুর কাঁচাবাজার এলাকায় দক্ষিণখান থানা পুলিশ রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান বলেন, ‘শিফা ফ্যাশনের প্রায় ৮০ জন শ্রমিক দুই মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। গার্মেন্টসটির মালিক আজ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন দেওয়া তো দূরের কথা, মালিকই আসে নাই। এর আগেও তিন বার তারিখ দিয়েছিল। বেতন দেয় নাই।’
উল্লেখ্য, সর্বশেষ রাত সাড়ে ৯টা পর্যন্ত শ্রমিকদের রাস্তা অবরোধ করে থাকতে দেখা যায়। এদিকে রাস্তা অবরোধের কারণে শাহ কবীর মাজার রোডের যান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পথচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button