আইন-অপরাধ

শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী পুরুষ কে আটক করেছে বিজিবি

১২ সেপ্টম্বর শুক্রবার সকালে শার্শা গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম,পিএসসি,ইঞ্জিনিয়ার্স জানান গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়েভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে গোগাক্যাম্প সদস্যরা তাদেরকে আটক করে।

এসময়৪ টিমোবাইলও১ টি মোটরসাইকেল আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো মোঃ মিঠু মোল্লা(৩২), পিতা-মোঃ কামরুল মোল্লা, গ্রামঃ বর্ণিমালাধরা, পোস্টঃ সিদ্ধারপুর,থানাঃ অভয়নগর,জেলাঃ যশোর, মোঃ মিজানুর সরদার (৪৫),পিতাঃ মৃত আহমদ সরদার, গ্রামঃপাতালিয়া,পৌস্টঃসিদ্ধারপুর যশোর
মোছাঃ শাপলা খাতুন(২৩),পিতাঃমোঃসরো য়ার-বিশ্বাস,গ্রামঃ বলডাঙ্গা কাজিপুর,পোঃ রাজারহাট,থানাঃকোতোয়ালি, যশোর ও সুমি আক্তার(২৪),পিতা রতন খলিফা, গ্রাম চরখোলা,পোস্টঃনাজিরপুর, থানাঃ নাজির পুর,জেলাঃ পিরোজপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button