আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব নির্বাচনী প্রচারসামগ্রী সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)


মুক্তমন রিপোর্ট: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে আগাম প্রচারণার অংশ হিসেবে লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের প্রচার সাম গ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।
গত ১০ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা কিংবা যেকোনো ধরনের আগাম নির্বাচনী ক্যাম্প তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়, এই কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুসারে আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, “তফসিল ঘোষণার পর কেউ আর আগাম প্রচারণার সামগ্রী ঝুলিয়ে রাখতে পারবেন না। সময়সীমা শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”



