বৃহত্তর উত্তরারাজনীতি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তারেক রহমান- আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনও পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান বলেও জানান নিহতের স্বজনরা।
পরবর্তীতে তাদেরকে বিএনপি নেতা আমিনুল হক বলেন, ‘দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শীঘ্রই তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।’
নিহত পরিবারের প্রতিটি সদস্যের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন বিএনপি নেতা আমিনুল।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ক্ষতিপূরণ দেয়ার মাধ্যমে সরকার তাদেরকে ভুলে যাক, আমরা তা চাই না। তাদেরকে যেন মানুষ সব সময় মনে রাখে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
বিএনপির পক্ষ থেকে আমি তারারটেক যে সড়কটি হচ্ছে সে সড়কটি তিনজন শিশুর নামে নামকরণ করার কথা প্রস্তাব করেছি। প্রয়োজন হলে সিটি কর্পোরেশনে দরখাস্ত দেয়া হবে। এছাড়াও আমরা অনেককেই সাহায্য সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আরো সাহায্য সহযোগিতা আমাদের তরফ থেকে চলমান থাকবে বলেও জানান মোস্তফা জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button