বৃহত্তর উত্তরা

উত্তরায় প্রাইভেট হসপিটাল মালিকদের ঐক্যবদ্ধ নতুন প্ল্যাটফর্ম

মুক্তমন রিপোর্ট : উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উত্তরার একটি রেস্টুরেন্টে। ৭ নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ল্যাব ওয়ান হসপিটালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ সালাউদ্দিন শাহ।

সভায় উত্তরার বিভিন্ন প্রাইভেট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত থেকে হাসপাতাল সেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সকল হাসপাতাল মালিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন ও ঐক্যবদ্ধ উদ্যোগে কাজ করবে।

উপস্থিত ছিলেন ক্রিসেন্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আরিফুর রহমান, লুবানা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ জহিরুল ইসলাম, হাইকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এন এ খান ইমরান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, ইউএসবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক, গ্রিনল্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজর (অবঃ) সুরাইয়া বেগম, ক্রিসেন্ট হসপিটালের ডাইরেক্টর জাহিদুল হক মিতু, আরএমসি হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর নির্মল পাল, লেক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুমন পাটওয়ারী, রেডিকেল হসপিটালের ডিরেক্টর অপারেশন মোঃ মশিউর রহমান, ডিরেক্টর মোঃ আকতার হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ডাইরেক্টর ফজলুর রহমান, মিমি হসপিটালের এডমিন ম্যানেজার মোঃ মহিন এবং ওমেগা হসপিটালের ম্যানেজার সাইমুন আলম প্রমুখ।

উপস্থিত সবাই স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button