উত্তরায় পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরায় একটি রেস্তোরায় ৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ঢাকাস্থ ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আপনারা যারা জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরে এসেছেন, মহান আল্লাহ আপনাদের সঙ্গেই আছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী। মহান আল্লাহ ও আপনাদের দোয়া-সমর্থন পেলে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।”
সভায় উপস্থিত ঢাকাস্থ ঈশ্বরদী-আটঘরিয়াবাসীরা অধ্যাপক আবু তালেব মণ্ডলের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করেন। তারা বলেন, “আগামী নির্বাচনে ইসলামের আদর্শ ও ন্যায়ের পতাকা উঁচু হবে। জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক আবু তালেব মণ্ডলের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আসন্ন নির্বাচনে তাঁর বিজয়ের জন্য দোয়া ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান। সভায় উত্তরার বিভিন্ন এলাকায় বসবাসরত ঈশ্বরদী-আটঘড়িয়াবাসী, জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



