জাতীয়

আল্লামা ইকবালের ১৪৮তম জন্ম বার্ষিকী: ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার

মুক্তমন ডেস্ক: আগামীকাল রবিবার মহাকবি আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী।

আল্লামা ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তাঁর ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃত। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত। তিনি বর্তমান পাকিস্তানের জাতীয় কবি।

ইকবাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ছাড়াও আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত। যদিও তিনি বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত, তিনি ‘আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ’ হিসেবেও অত্যন্ত প্রশংসিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। কবিতার গ্রন্থগুলির মধ্যে রয়েছে রুমুজ-ই-বেখুদী, পয়গাম-ই-মাশরিক এবং জুবুর-ই-আজাম। 

এ মহান কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও বিকাল ৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “ইকবাল ও গণতন্ত্র” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আল্লামা ইকবাল সংসদের উদ্যোগে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ও কবি নাসির হেলাল। আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহীদুজ্জামান, রাওয়া‘র প্রেসিডেন্ট কর্ণেল আব্দুল হক, প্রখ্যাত সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জুসহ দেশ বরেণ্য চিন্তকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button