সারাদেশ
অবৈধ মাটিকাটার বিরুদ্ধে কঠোর অবস্থান: দাগনভূঞায় গ্রেপ্তার ১


প্রতিনিধি(ফেনী):দাগনভূঞায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে গজারিয়া ও সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

এ ছাড়া অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ২টি এক্সকেভেটর জব্দ করা সম্ভব না হওয়ায় সেগুলো অচল করে দেওয়া হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যদের দুটি দল সার্বিক সহযোগিতা করে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।



