জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত


মুক্তমন রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভাতা, জ্যেষ্ঠ্যতা ও পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী চাকুরিতে পুনর্বহালকৃত এসব কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ বটতলায় এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাকুরি সুরক্ষা কমিটির মহাসচিব এবং তথ্য পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মিয়া হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন মো. মিয়াজ উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, তরিকুল ইসলাম, মাসুদ আলম, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, ফিরোজ আলম, মনির হোসেন চৌধুরী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, নাছির আহম্মদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল জলিল, ইয়াকুব হোসেন, আব্দুল মতিন, আফজালসহ আরও অনেকে।
৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবির প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, পরিচালক বিল্লাল হোসেন, পরিচালক আমিনুল আক্তার এবং রাজিউর রহমান রেজা প্রমুখ।
বক্তারা অবিলম্বে চাকুরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ, আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠ্যতা বজায় রেখে ন্যূনতম দুইটি পদোন্নতির ব্যবস্থা গ্রহণ এবং শাস্তিমূলকভাবে বদলি করা ৯ জন কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।
এসময় বক্তারা নতুন ও পুরাতন সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি প্রদানে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে



