দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচন এবং খাদ্য গ্রহণে সতর্কতা বিষয়ে অভিভাবকদের দিকনির্দেশনা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।



