

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর বিকেলে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বেনাপোল পোর্ট থানা ও পৌর এলাকার মূল দলসহ জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন দাড়িপাল্লা প্রতীকের যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা বক্তব্যে বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি জামায়াতে ইসলামিকে সুযোগ দেয়, তাহলে ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।
উল্লেখ্য, যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


