বৃহত্তর উত্তরা

উত্তরা থেকে ২টি বিষধর গোখরা সাপ উদ্ধার

মুক্তমন রিপোর্ট : পরপর দুইদিন রাজধানী ঢাকার উত্তরা থেকে দুটো বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত ১০ ও ১১ জুন বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান)’ দল, বনবিভাগের নির্দেশনায় এই সাপ দুটো উদ্ধার করে।

জানা যায়, ১০ই জুন উত্তরার আবদুল্লাহপুর অঞ্চলের এক গরুর খামার এবং ১১ই জুন আজমপুর এলাকার একটি বাড়ির ভেতর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। দুটো সাপই বিষধর মনোক্লেড কোবরা বাংলায় যা গোখরা বা পদ্মগোখরা হিসেবে পরিচিত।

সাপদুটো উদ্ধারকার্যে নেতৃত্ব দেন সোয়ান এর প্রেসিডেন্ট, বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ। তিনি জানান, দুটো সাপই একই প্রজাতির, দেশের অন্যতম বিষধর সাপ এরা। তবে আজকের (১১ জুন) উদ্ধারকৃত সাপটি আমার দেখা অন্যতম বড় গোখরা। অনেক বিপজ্জনক এক পরিস্থিতি মোকাবেলা করে সাপটি উদ্ধার করতে হয়েছে।

গরমকালে সাপের আনাগোনা বেড়ে যায় বলে এই সময়ে মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর, বাড়ি পরিস্কার এবং সচেতন হবার ও প্রয়োজনে বনবিভাগ এবং সেইসাথে সোয়ান এর পেইজেও সাপ ও প্রাণী উদ্ধারের জন্য সাধারণ মানুষকে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন এই সর্প বিশেষজ্ঞ।

উল্লেখ্য, রেস্কিউ দুটোতে সোয়ান এর পক্ষে আরও ছিলেন বাপ্পী খান, নিল ফাইজুল ইসলাম এবং শিমু খান।

এ ছাড়াও গত এক মাসে ঢাকার বনশ্রী, ৩০০ফিট, আফতাব নগর, কেরানীগঞ্জ, উত্তরা সহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি গোখরা সাপ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button