বৃহত্তর উত্তরা
উত্তর সিটিতে পশু কোরবানি হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি

মুক্তমন রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবার এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (৯ জুন) গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
প্রশাসক এজাজ বলেন, উত্তর সিটি করপোরেশনে এ বছর গরু, ছাগল, মহিষ কোরবানি হয়েছে। কোনো উট কোরবানি হয়নি। সব মিলিয়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি হয়েছে।
তিনি বলেন, আজ বিকেলেও কেউ কেউ কোরবানি দেবেন। এ কারণে আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত করছি না। আগামীকাল ও পরশু দিনও কোরবানির বর্জ্য অপসারণে আমাদের কার্যক্রম চলবে।