ডলার মন্দায় বাড়ল স্বর্ণের দাম


মার্কিন অর্থনীতিতে ক্রমশ প্রকট হচ্ছে দুর্বলতা। বিশ্ব বাজারেও এর প্রভাব বাড়ছে। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জেনে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণে মুনাফা ঢালছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই কারণে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।
সোমবর ভারতের শীর্ষস্থানীয় পণ্য এক্সচেঞ্জ বা বাণিজ্যিক বাজার এমসিএক্স জানায়, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি এবং রুপার দাম ২ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এই বৃদ্ধির কারণ হিসেবে ইতিবাচক বৈশ্বিক সংকেত ও আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশাকে দায়ী করা হচ্ছে।
অক্টোবরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এ মাসের শুরুর দিকে তা কমছিল। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থনীতির দুর্বলতা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজার এবং ভোক্তা আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ ফেডারেল সরকারের অচলাবস্থা রোববার ৪০ দিনে গিয়ে পৌঁছেছে। যা মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ও খুচরা বিক্রয় খাতে চাকরি হ্রাসের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যয় কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের ফলে ছাঁটাই বেড়েছে। নভেম্বরের শুরুতে মার্কিন ভোক্তা আস্থা প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সিএমই ফেডওয়াচ টুলের অনুসারে, মার্কিন চাকরির বাজারের অচলবস্থায় ব্যবসায়ীদের প্রায় ৬৭ শতাংশ জন বিশ্বাস করছেন, ডিসেম্বর মাসে ফেড সুদের হার কমাবে। মার্কিন সরকারের অচলাবস্থায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন। একই সঙ্গে ডলার সূচক দুর্বল হয়েছে, যা বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সোমবার মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। যার প্রভাব অবশ্য এখনও বাংলাদেশে পড়েনি। গত ১ নভেম্বর ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামেই সোমবারও (১০ নভেম্বর) বিক্রি হয় স্বর্ণ। তবে এই ধাক্কা ভারতের বাজারে বড় প্রভাব ফেলছে। এমসিএক্স ডিসেম্বর ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,৭০০ রুপি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে।



