রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানের বিশেষ ওয়ার্কার ফেয়ারে সময়সীমা বাড়লো
যুক্ত হলো নতুন রুট

ছগির আহমেদ : আকাশপথে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD “T” সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ইতঃপূর্বে চালুকৃত ওয়ার্কার ফেয়ার চলমান রয়েছে। এর আগে ‘ওয়ার্কার ফেয়ার’ নামে এ সুবিধা চার মাস চলবে বলে জানানো হয়েছিল। সে অনুযায়ি তা চলতি জুন ৩০ তারিখে শেষ হওয়ার কথা।
বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD “T” ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। উক্ত বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী টিকিটের জন্য প্রযোজ্য এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আটাব ই-মেইলে বিমান ট্রাভেল এজেন্টদের বলেছে, ওয়ার্কার ফেয়ারের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (কর বাদে) ৩৬০, ঢাকা থেকে কুয়ালালামপুরের ১৫০ ও ঢাকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।
সূত্র জানায়, নতুন ভাড়ায় ঢাকা-কুয়ালালামপুর রুটে একক যাত্রায় টিকিটের দাম পড়বে ২৮ হাজার ১৭৮ টাকা এবং ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকা। বর্তমানে ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া ৪০০ থেকে ৪৮০ এবং মালয়েশিয়ার জন্য ৩০০ থেকে ৩৫০ ডলার নেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ বলেছে, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুবিধা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সুবিধা পেতে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড বা সত্যায়িত ভিসা প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা বিশেষ এ ভাড়া সুবিধা পাবেন না। আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ ও অন্যান্য শর্তাবলি ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে।