উত্তরায় দুই ব্যবসায়ীকে জিম্মী করে সন্ত্রাসী কায়দায় টাকা আদায়ের চেষ্টা

মুক্তমনা রিপোর্ট: ব্যবসায়ে বিনিয়োগ চুক্তিতে সাক্ষী হওয়ার সূত্রে দুই ব্যবসায়ীকে অফিস থেকে তুলে নিয়ে জোর পূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, মাজেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আশরাফুল ইসলামের ব্যবসায়ে বিনিয়োগ করেন। সেই বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষী হিসেবে ছিলেন স্টার্টআপ মাইন্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান হোসাইন আল মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক মাসুম খান। চুক্তি অনুযায়ী বিনিয়োগ পরিশোধের সময়সীমা শেষ হওয়ার পরও বিনিয়োগকৃত ২৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধে আশরাফুল ইসলাম টাকা পরিশোধে গড়িমশি করতে থাকেন। পরবর্তীতে মাজেদুল ইসলাম চেক ডিজ অনার করে কোর্টে মামলা করেন যা এখনো বিচারাধীন আছে। তবে এই টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় বিনিয়োগকারী মাজেদুল ইসলাম স্বাক্ষী হওয়ার সূত্রে হোসাইন আল মামুন এবং মাসুম খানকে টাকা পরিশোধের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ থাকেন।
সবশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী মাজেদুল ইসলাম বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে স্টার্টআপ মাইন্ড টেকনোলোজির উত্তরা অফিসে এসে অশ্রাব্য ভাষায় উচ্চবাচ্য করেন এবং টাকা পরিশোধ না করলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তাদেরকে অফিস থেকে তুলে নিয়ে উত্তরা ৭ নম্বর সেক্টরের সানরাইজ কলেজে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিম্মি করে সেখানে তাদের কাছ থেকে সন্ত্রাসী কায়দায় স্ট্যাম্প এবং সাদা কাগজে স্বাক্ষর রাখে। জোরপূর্বক ৪৫ লাখ টাকার চেক স্বাক্ষর করে নেয়া হয়। এছাড়া আগামী ১৩ মে মঙ্গলবার ৭ লাখ টাকা পরিশোধের জন্য সাদা কাগজে স্বাক্ষরসহ লিখিত দিতে বাধ্য করা হয়। বিভিন্ন ধাপে বিনিয়োগের বাকি টাকাও পরিশোধ করতে হবে বলে তাদের থেকে স্বীকৃত নিয়ে আনুমানিক রাত সাড়ে ১০টায় তাদেরকে জিম্মি অবস্থা থেকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ভুক্তভোগী এই দুইজন উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য জনাব মাসুম খান চ্যানেল ২৪ এর সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।