বৃহত্তর উত্তরা

উত্তরা পাবলিক লাইব্রেরি রত্মগর্ভা মা সম্মাননা পেলেন ৩১ মা

গাজী তারেক: ‌১১ মে আন্তর্জাতিক মা দিবসে ৩১জন মা পেলেন উত্তরা পাবলিক লাইব্রেরি রত্মগর্ভা মা সম্মাননা-২০২৫। ‘মা সন্তানের আদর্শ বিদ্যানিকেতন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়া।
আজ (রবিবার) বিকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রত্মগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর, প্রধান আলোচক অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান, ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৮) জুলকার নায়ন, ইম্প্রুভ গ্রুপের এমপি কে এম জহির ফারুক ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (হিসাব ও অর্থ) মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লায়ন নিশাত পারভীন হক, এমজেএফ।
রত্মগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না। পৃথিবীতে মা এমন একটি শব্দ যে শব্দের পৃথিবীর সকল ভাষাতেই সমান গুরুত্ববহ।
বৃদ্ধাশ্রমে বা-মায়েদের স্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই তাহলে কোন মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।
আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তবে্য উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, মায়েদের সম্মানে আমরা এ বছর পঞ্চমবারের মতো রত্মগর্ভা মা সম্মাননা আয়োজন করেছি। মূলত, আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের এই পথচলা। সমাজ গঠনে উত্তরা পাবলিক লাইব্রেরি সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরো বলেন, পৃথিবীর সব মায়ের কাছেই তার সন্তান রত্ম। আর তাই বিশ্ব মা দিবসের এই অনুষ্ঠান থেকে পৃথিবীর সকল মায়েদেরকে আমরা রত্মগর্ভা বলতে চাই।
এ সময় প্রধান অতিথি ড. সৈয়দ আলমগীর আগত রত্মগর্ভা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে মায়েদেরকে উত্তরীয় পড়িয়ে দেন উত্তরা পাবলিক লাইব্রেরির সহ. পরিচালক শ্রাবণী জামান তূর্ণা।
এ বছর জুলাই শহিদ মাহফুজুর রহমান মুগ্ধের রত্মগর্ভা মা শাহীনা চৌধুরী ও শহিদ ডা. সজিবের রত্মগর্ভা মা ঝর্না বেগমসহ সর্বমোট ৩১জনকে মাকে রত্নগর্ভা মা সম্মাননাপ্রাপ্ত হন।
উত্তরা পাবলিক লাইব্রেরি রত্মগর্ভা মা সম্মাননাপ্রাপ্ত অপর মায়েরা হলেন- মোসা: রশিদা বেগম, হেলেন আক্তার নাসরিন, নাজনীন হোসেন, মোসা: সালেহা খাতুন (মরণোত্তর), সরলা আক্তার খাতুন, অঞ্জনা রানী সাহা, মাহফুজা আক্তার, তাহেরা চৌধুরী, মোছাঃ নূর জাহান বেগম, মমতা দাস, জুলেখা ফজল, মোছা: রহিমা খাতুন, ফেরদৌস আনাম, কোহিনুর রশিদ, হালিমা রহমান, রেজিয়া আক্তার, মাসুদা খানম, ফরিদা ইয়াসমিন, দিল আরা জাহান (মরণোত্তর), প্রফেসর হোসনে আরা ইদ্রিস, বিলকিস নাসিমা রহমান, তাহেরা বেগম, রোকেয়া আলম,গুলশান আরা চৌধুরী, আসমা আক্তার, জাহানারা বেগম, আমিনা খাতুন, লুবনা আহামেদ কলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button