আইন-অপরাধ

ফেনীতে বিএসটিআই’র অভিযানে ভোক্তা অধিকার সুরক্ষায় বড় পদক্ষেপ

ফেনী থেকে প্রতিনিধি : ফেনী জেলার সদর ও মহিপালে সোমবার (১১ আগস্ট) পরিচালিত দুইটি ভ্রাম্যমাণ আদালতে ভোক্তাদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও বিএসটিআই, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা এবং একটি মামলা দায়ের করা হয়।
বিএসটিআই লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদবিহীন উৎপাদন, জ্বালানি তেলের পরিমাপে কারচুপি এবং আদালতে মিথ্যা তথ্য প্রদানের মতো গুরুতর অনিয়মের প্রমাণ মেলে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ও ফারাজ হাবীব খান। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান ও নুরে আলম মোঃ ফিরোজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button