মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ইমাম মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার): মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম পাখি আক্তার (২৮)। তিনি স্থানীয় সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। প্রবাসে স্বামী থাকায় পাখি আক্তার রাতে একা ঘরে থাকতেন।
মাঝরাতে অজ্ঞাতরা তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারত। বিষয়টি তিনি এলাকার মুরব্বিদের জানিয়েছিলেন, তবে কোনো সমাধান হয়নি। গত বুধবার গভীর রাতে একই কায়দায় চালায় ঢিল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
ঢিল পড়ার শব্দে ভয় পেয়ে চিৎকার শুরু করলে তার চার বছরের ছেলে আইজান দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পাখি আক্তারকে হত্যা করে। মাকে এভাবে আঘাত করতে দেখে আইজান কৌশলে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল দেখে হতবাক হয়ে গ্রামবাসী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ নৃশংস হত্যাকাণ্ডের পর মাঝেরকান্দি গ্রামে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীর দাবি শিশুর সামনে মাকে হত্যার মতো ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।