আইন-অপরাধবৃহত্তর উত্তরা

মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রাইভেটকার চালককে খুন, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর উত্তরায় প্রাইভেট চালক মো. মাসুমকে হত্যার ঘটনায় উজ্জ্বল হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব।
র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক  (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উত্তরা ৮ নম্বর সেক্টরের সোনালী ব্যাংক কোয়ার্টারের পিছনে গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকার চালক মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি মাসুম মারা যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করা হয়।
এএসপি সালমান নূর আলম বলেন, ক্লু-লেস হত্যাকান্ডের ঘটনায় ছায়াতদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়। সেই সাথে হত্যাকান্ডে জড়িত উজ্জ্বল হোসেনকে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া উজ্জল চাঁদপুরের মতলব উপজেলার হাইমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থার জন্য তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যাকান্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে এএসপি সালমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিকটিম মাসুম ও উজ্জলরা পূর্ব পরিচিত। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। আর ওই দ্বন্দ্বের মূল কারণ ছিল, মাদক বিক্রির জাল এক হাজার টাকার নোট নিয়ে। যার জের ধরে উজ্জল ও তার সহযোগীরা মাসুমকে পেটে ছুরিকাঘাত করে খুন করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button