আইন-অপরাধ

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোল ঢাকনা চুরি

মোঃ আনোয়ার হোসেন, ডেমরা : রাজধানীতে ভোরবেলা সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলতে মরিয়া চেষ্টা চালান। আঠারোবার চেষ্টা শেষে তিনি লক ভেঙে ঢাকনাটি নিয়ে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকায় আলফা ব্রডওয়ে সিস্টেম নামের একটি দোকানের সামনে। ভিডিও শেয়ারকারীরা জানান, গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা নতুন নয়। অলি-গলি থেকে প্রধান সড়ক—সব জায়গাতেই এ চুরির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পথচারী ও যানবাহনকে পড়তে হচ্ছে মারাত্মক বিপদের মুখে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সড়কবাতি অচল থাকায় রাতের আঁধারে এ ধরনের অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, অধিকাংশ জায়গায় ম্যানহোলের ঢাকনা নেই, অথচ সেগুলো যদি আরও মজবুতভাবে বসানো হতো তবে এমন পরিস্থিতি তৈরি হতো না।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ম্যানহোল ঢাকনা চুরি বন্ধে প্রশাসন ও সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button