
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর উত্তরায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আয়োজন করেছেন এক ব্যতিক্রমী মিছিল।
শুক্রবার বিকেল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামারপাড়া হয়ে মেট্রো স্টেশন ঘুরে ১২ নম্বর সেক্টরের খালপাড়ে এসে শেষ হয়।
“Change yourself to change Bangladesh”— পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আয়োজিত এই মিছিলে ছিল না কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান। ব্যবহৃত হয়নি কোনো ব্যক্তিগত ছবি বা পোস্টারও।
মিছিলের প্লেকার্ড ও ব্যানারে ছিল শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা একে “রাজনীতিতে নতুন বার্তা বহনকারী শৃঙ্খলাপূর্ণ গণমিছিল” হিসেবে আখ্যা দিয়েছেন।