
তুরাগ সংবাদদাতা: উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ মোস্তফা জামান, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব ও ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেক্টরের ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, চুরি ও ছিনতাইসহ সকল সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে। এছাড়া তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় বক্তৃতা করেন জনাব ড. আমিরুল ইসলাম পিএইচডি, যিনি বলেন, জনগণই সকল ক্ষমতার মূল আধার। জনগণের কাছে গিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। যারা আন্তরিকভাবে জনগণের সমস্যা সমাধানে কাজ করবে, তারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে।
সভা পরিচালনা করেন ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া। সভাপতি সভার শেষে আগত সবাইকে ধন্যবাদ জানান