বৃহত্তর উত্তরা

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের একটি অংশে আগুন

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে৷

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্টের কার্গো ভিলেজের কোরিয়ার গেইটের দিকে বেলা ১.৩০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে৷ কোরিয়ার গেইটের অংশটিতে মূলত আমদানি রপ্তানির জন্য কাপড় ও কেমিক্যালজাত পণ্য রাখা হয়৷ যার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো আমদানি কার্গো কমপ্লেক্স এলাকায়৷

রবিন নামে এয়ারপোর্ট রেস্টুরেন্টে কর্মরত একজন প্রত্যক্ষদর্শী জানান, দেড়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে৷ প্রথমদিকে আমরা ঢুকে ভিতরে আগুন নিভাতে চাইলে আমাদের বাঁধা দেয়া হয়৷ আগুন লাগার বেশ অনেক পরে ফায়ারসার্ভিস আসে৷ প্রথমদিকে আসলে হয়তো এতো ক্ষতি হতো না৷

এই প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায়, এয়ারপোর্টের এই অংশটি সাতদিন ধরে বন্ধ ছিল৷ আজ সাত দিন পর খোলা হয়৷ তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায় নি৷

এদিকে, আগুনে বিপুল ক্ষয়ক্ষতির ভয় পাচ্ছেন এয়ারপোর্ট সংশ্লিষ্ট আমদানিকারকরা৷

এদিকে, আগুন নিভাতে কাজ করে যাচ্ছেন, ফায়ারসার্ভিস, সেনা ও বিজিবি সদস্যরা৷ নিরাপত্তা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন পুলিশ, সিভিল অ্যাভিয়েশন ও স্কাউট সদস্যরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button