জাতীয়

উত্তরা থেকে গ্রেপ্তার ভারতীয় প্রতারক জগদীশ সিং আবারও আদালতে গ্রেফতার দেখানো

উত্তরা প্রতিনিধি:আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০) আবারও আদালতে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে নতুন মামলা নং-৩১/০৪/২৫ অনুযায়ী গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

ভুক্তভোগীদের অভিযোগ, জগদীশ সিং বাংলাদেশের গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কাজ করেছেন। তার কর্মকাণ্ডের কারণে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এতে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের চেষ্টা চালান। পুলিশ তাকে রবিবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button