জাতীয়বৃহত্তর উত্তরা

উত্তরায় বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, উত্তরা:ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে রাজধানীর উত্তরায় এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগ হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোর, জমজম টাওয়ার চৌরাস্তা ঘুরে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় এসে শেষ হয়।

গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে কর্মীরা কর্মসূচিতে যোগ দেন। ফলে পুরো উত্তরা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন চারদিক। “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”—এই স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জনপথ। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদকেই তাদের প্রার্থী হিসেবে দেখতে চায়।

স্থানীয় জনগণও গণসংযোগে অংশ নিয়ে সমর্থন জানান। এলাকাবাসীর ভাষ্য, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই তারা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে এ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

গণসংযোগ শেষে এম কফিল উদ্দিন আহমেদ দুই হাত নেড়ে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঢাকা-১৮ আসনের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও জোরদার করব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মোতালেব হোসেন রতন, দক্ষিণ খান থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাজী মাসুদ মিয়া, পূব থানার আহবায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান, সাইফুল, দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম সরকার এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক।

অন্যদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, উত্তরা আজ দেখিয়ে দিয়েছে—ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তারা বিশ্বাস করেন, আগামী দিনে এই গণসমর্থনই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button