
মুক্তমন ডেস্ক : পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বুধবার (১০ মে) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জরুরি গ্যাস ‘শাট ডাউন’ বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার তিতাসের ফেসবুক পেজে দেয়া ঘোষণায় বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২১ মে ২০২৫ তারিখ রোজ বুধবার দুপুর ০১.০০ ঘটিকা হতে বিকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত মোট ০৫ (পাঁচ) ঘন্টা দোলাইরপাগ হতে ধনিয়া শনির আখড়া সড়কের উভয়পাশে বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।