
ফরহাদ আহমেদ, দাগনভূঞা (ফেনী): দাগনভূঞা উপজেলা হইতে থানা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। দাগনভূঞা পৌরসভার আওতায় চলমান ড্রেন নির্মাণ প্রকল্পের কারণে রাস্তার উপর সারি সারি বালুর স্তুপ, পাথর ও কংক্রিটের স্তূপ ফেলে রাখা হয়েছে।
এতে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা।রাতের অন্ধকারে মরণফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসীরা জানান, দিনের বেলা চলাচলে যেমন সমস্যা হয়, রাতের বেলা অন্ধকারে সেই সমস্যা আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেকেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক ও রিকশাচালকরা।
সতর্কতা না থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এসব নির্মাণসামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেয়া আলোক ব্যবস্থা ও সতর্কতামূলক বোর্ড লাগাতে হবে। না হলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল।