জাতীয়

নাগরিক সুবিধা আগে দাও, হোল্ডিং কর পরে নাও: ৫০ নং ওয়ার্ডে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা অযৌক্তিক হোল্ডিং কর বন্ধের দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

সকাল ১০টায় উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ২ হাজার বাড়ি ও ফ্ল্যাট মালিক এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন পরিচালনা করেন ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহ্বায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলাল। ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে নাগরিকরা ব্যানার নিয়ে অংশ নেন।

মানববন্ধনে নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আব্দুল সালাম সরকার বলেন, “আমাদের উপর ২০১৮ সাল থেকে যে হোল্ডিং কর ধার্য করা হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো সুবিধা বা নাগরিক সেবা পাইনি। অন্যায়ভাবে চাপানো কর প্রত্যাখ্যান করছি। আজ আমরা আমাদের দাবি সম্বলিত স্বারকলিপি জমা দেব। দাবি মানা না হলে আরও শক্ত আন্দোলন হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা বিভিন্ন স্লোগান দেন, যেমন – “সুবিধা আগে দাও, হোল্ডিং কর পরে নাও”, “উন্নয়ন ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতিল করতে হবে”, “হোল্ডিং করের নামে সিটি কর্পোরেশনের অত্যাচার বন্ধ করতে হবে।”

এর আগে ২০২৫ সাল থেকে হোল্ডিং কর পরিশোধের ইচ্ছা প্রকাশ করেও ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের একটি প্রতিনিধি দল ডিএনসিসি কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি জমা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button