প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন

ইমাম মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার) :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির অবশেষে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২১ জুলাই) তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, প্রশিক্ষণ মিশনে থাকা অবস্থায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার করে তাকে সিএমএইচে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মৃত্যুতে সশস্ত্র বাহিনীসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, “দেশের একজন সাহসী পাইলটকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মত্যাগ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তৌকিরের জানাজা ও দাফনের বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।