জাতীয়
যাত্রাবাড়িতে পার্কে ককটেল বিষ্পোরণ,বেশ কয়েকজন আহত!

-
- ‘ছবি ককটেল বিষ্পোরণ’
-
প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে,শুক্রবার রাত দশটার ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ি পার্কে নিরাপদ সড়ক আন্দোলনসহ অন্য একটি সংগঠনের সাংস্কৃতিক চলছিলো। প্রোগ্রাম চলাকালীন সময় হঠাৎ। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে।
এতে প্রোগ্রামে অংশগ্রহণকারী ৫ জনের মত গুরুতর আহত হয়। পার্কের ককটেল নিক্ষেপ এর ঘটনায়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা।