আওয়ামী লীগ নেতা জাকিরের চাঁদাবাজি, দক্ষিণখান থানার নীরব ভূমিকা

দক্ষিণখান থেকে খোকন : রাজধানীর দক্ষিণখান এলাকার বায়তুল ফালা জামে মসজিদ রোডের মাথায় রেললাইন সংলগ্ন সরকারি জায়গায় স্থাপিত মাছ বাজারে আওয়ামী লীগ নেতা জাকিরের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, জাকির প্রভাব খাটিয়ে বাজারে প্রতিদিন অবৈধভাবে টাকা আদায় করেন। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি দোকানে নির্দিষ্ট হারে চাঁদা তোলা হয়, যা না দিলে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয়।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, রেললাইন সংলগ্ন সরকারি জায়গা দখল করে বাজার বসানো এবং সেখানে চাঁদাবাজি সম্পূর্ণ অবৈধ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।