আইন-অপরাধবৃহত্তর উত্তরা

নিকুঞ্জে অমানবিকতা: স্ত্রী-সন্তানকে তালাবদ্ধ করে পালালেন স্বামী, উদ্ধার করলো ৯৯৯

জাহিদ ইকবাল,বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় এক পাষণ্ড স্বামীর অমানবিক কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকাবাসী। জনৈক টিকটকার দ্বিতীয় স্ত্রীর মোহে পড়ে নিজের প্রথম স্ত্রী ও তিন সন্তানকে একটি দোকানের ভেতর তালাবদ্ধ করে রেখে পালিয়েছেন স্বামী মো. কামাল হোসেন।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে নিকুঞ্জ-২ এর ১৩ নম্বর রোডের পশ্চিম মাথায় ‘জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামক দোকানে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কামাল হোসেন তার টিকটকার দ্বিতীয় স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে প্রথম স্ত্রী ও সন্তানদের ওপর প্রায়ই অত্যাচার করতেন। গতকাল তিনি কৌশলে তাদের নিজের দোকানের ভেতর নিয়ে যান এবং বাইরে থেকে গেটে একে একে ৮টি তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। বদ্ধ দোকানের ভেতরে দীর্ঘ ৩ ঘণ্টা আটকা পড়ে মা ও শিশুরা কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে খিলক্ষেত থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া খিলক্ষেত থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জীবনচন্দ্র দাস বলেন, দোকানের গেটে ৮টি তালা লাগানো দেখে আমরা অবাক হয়ে যাই। দীর্ঘ চেষ্টার পর তালাগুলো ভেঙে আমরা মা ও সন্তানদের উদ্ধার করি। উদ্ধারের পর তিন সন্তানকে নিয়ে ওই গৃহবধূ যখন কান্নায় ভেঙে পড়েন, তখন সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

ভুক্তভোগী মা জানান, সামান্য টিকটক আসক্তির কারণে তার স্বামী যে এতটা নিচে নামবেন, তা তিনি ভাবতেও পারেননি।

এদিকে ঘটনার বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত কামাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন এবং তার নম্বরটিতে কোনো সাড়া মিলছে না।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একজন বাবার এমন নিষ্ঠুরতায় পুরো নিকুঞ্জ এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button