নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

জুলুমবাজ কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা-১৮ গড়ার অঙ্গীকার: এস এম জাহাঙ্গীর

এম. ইব্রাহিম সরকার, বিশেষ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জুলুমবাজ চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত, মাদকমুক্ত একটি নিরাপদ ঢাকা-১৮ গড়াই তাঁর প্রধান লক্ষ্য।
শনিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের তৃতীয় দিনের কার্যক্রম শুরুর আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে মসজিদ কমিটি, কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ঢাকা-১৮ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো।” তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অপরাধের কোনো স্থান নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশোধন না হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে।
নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন জানিয়ে এস এম জাহাঙ্গীর বলেন, সেবা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা হবে এবং জনগণের সেবক হিসেবে তিনি সবসময় পাশে থাকবেন
উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আফাজ উদ্দিন, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডসহ উত্তরা পশ্চিম থানা এলাকায় স্থানীয় বাসাবাড়ির বারান্দা থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button