

মুক্তমন রিপোর্ট : মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ভদ্র, সজ্জন ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিত্ব, যিনি দল ও দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


