মাজার নয়, জুলাই শহীদদের কবর জেয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এনসিপির আরিফ


মুক্তমন রিপোর্ট : পীরের মাজার নয়, জুলাই শহীদদের কবর জেয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ১০ দলীয় জোট মনোনিত এনসিপির আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার উত্তরার ১২ নম্বর সেক্টরস্থ সিটি করপোরেশন কবরস্থানে গিয়ে মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনে শহীদদের কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছে তার নির্বাচনী উইং।
এ সময় ১০ দলীয় জোটের ঢাকা- ১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ও জোটের অপরাপর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরাও তার সমর্থনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফুল ইসলাম এর প্রচারণা ঘিরে উৎসবমুখর প্রচারণার অংশ হতে চাইছেন সমমনা ইসলামী দলগুলো ও জোটবদ্ধ দলগুলোর নেতা-কর্মীরা। এবার নির্বাচনে শাপলাকলি প্রতীকের পাশাপাশি গণভোটে হঁ্যা ভোট দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রচারণাও চালানোর কার্যক্রম নেয়া হয়েছে।
আগামীতে সুশৃঙ্খল প্রচারণা ও নির্বাচনের সঠিক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত টীম কাজ করছে। তার নির্বাচনী কার্যক্রম ও গণভোটে হঁ্যা এর পক্ষে যথাযথভাবে প্রচারের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ প্রতিনিধিদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।



