সেনা অভিযানে বিমানবন্দর স্টেশনে পিস্তল, গোলাবারুদ ও ককটেল উদ্ধার : চারজন আটক

মুক্তমন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দেশীয় পিস্তল, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় উত্তরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অন্তর্ভুক্ত একটি টিম এই অভিযান পরিচালনা করে।
সেনাসূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে আসা একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চালের বস্তার ভেতর লুকিয়ে রাখা ০১টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড অ্যামুনিশন এবং ০৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
অভিযানে সন্দেহজনক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ট্রেন ছাড়ার পর পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিরতির সময় ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা ট্রেনের নির্দিষ্ট বগিতে তুলে রেখে দ্রুত সরে যায়। ধারণা করা হচ্ছে, ওই বস্তাগুলোতেই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য লুকানো ছিল। অভিযুক্ত নাশকতাকারীদের শনাক্তে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। সন্ত্রাস ও নাশকতা দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



