২ টি শিল্প কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ২ লক্ষ টাকা জরিমানা
তুরাগ এলাকায় অভিযান:


রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় এক বিশেষ অভিযানে দুটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মোট ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালীন দিয়াবাড়ি নয়ানগর এলাকার ‘এন এম কালার হাউজ’ (অভিযোগ অনুযায়ী ঢাকা ট্রেড ইন্টারন্যাশনাল) নামক একটি কয়েল ফ্যাক্টরিতে অবৈধভাবে ১০০০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন একটি হিট চেম্বারসহ মোট ১১২১ ঘনফুট/ঘণ্টা গ্যাসের ব্যবহার শনাক্ত করা হয়।

অন্যদিকে, ‘পারফেক্ট ট্রিমস ওয়ার্ল্ড’ নামক একটি ডাইং ফ্যাক্টরিতেও ৫৮৫ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ ব্যবহার পরিলক্ষিত হয়। অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটির গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন (কিলিং) করে দেওয়া হয়েছে।

এই অভিযানের ফলে সর্বমোট ১৭০৬ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে সরকারের আনুমানিক ৫,৬৫,৭৮৯ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে।

একইসাথে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক দুটি মামলায় অভিযুক্তদের মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের এ ধরনের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


