ইনসাফের যাত্রা: ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের মিছিল ও নির্বাচনী গণসংযোগ


মুক্তমন রিপোর্ট :ঢাকা-১৮ আসনে একবদ্ধ বাংলাদেশের প্রার্থী আরিফুল ইসলামের “ইনসাফের যাত্রা” উপলক্ষে মিছিল ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় আজমপুর থেকে শুরু হয়ে জামিয়াতুদ্দিন হয়ে মুকিমনগর পর্যন্ত এই গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। একবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় প্রার্থী আরিফুল ইসলাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের এই যাত্রা। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের আশ্বাস দেন।
কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই গণসংযোগে এলাকাবাসীর আগ্রহ ও অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।


