রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারে না, চলা উচিত নয়

ইসমাম হোসেন মুবিন : রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারে না। চলা উচিত নয়। এই ছবি দেখে আবেগে গদগদ হওয়ার কোনো সুযোগ নেই। হওয়া উচিত নয়।
এই অটোরিক্সা প্রধান সড়কে বন্ধ করতে রাষ্ট্র সব ধরনের চেষ্টা করেছে। বারবার নিষেধ করেছে। অভিযান চালিয়ে আটক করেছে। জরিমানা করেছে। প্রধান প্রধান সড়কে পোস্টার করেছে৷ ব্যারিকেট দিয়েছে। ট্রাফ স্থাপন করেছে। তবে কোনকিছুতেই কিছু হয়নি। উল্টো ট্রাপের উপর দিয়ে কোনাকোনি গিয়ে এই রিক্সাওয়ালা হেসেছে রাষ্ট্রের ভূমিকা নিয়ে।
এই অটোচালকরা গুলশানে-বনানীতে যা করেছে তা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। পথচারীদের ধরে ধরে হালের গরুর মতো পিটাইছে৷ এরা সড়ক বন্ধ করে মিছিল করে। এরা স্লোগান দেয় তুমি কে আমি কে, ব্যাটারি ব্যাটারি। এরা পুলিশ-সার্জেন্ট-ট্রাফিককে মারে। রাস্তায় এদের কিছু বললে গালাগাল করে মা-বাপ তুলে। নেমে মারতে তেড়ে আসে। এরা পায়ে রিক্সাচালকদের মারে।
এরা কিছু মানে না। এরা কিছু বুজতে চায় না। এদের কাছে দূর্ঘটনা কোন বিষয় না। এরা দাঁড়িয়ে থাকা গাড়িতে লাগাই দিয়ে মামা দেখি নাই বলে জিহ্বায় কামড় দিয়ে চেয়ে থাকে।
এরা রীতিমতো রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের সব চেষ্টা যখন ব্যার্থ হয়েছে তখন শক্তি প্রয়োগ ছাড়া আর কোনো অপশন নেই। রাষ্ট্র রাষ্ট্রের ব্যবস্থা নিয়েছে। একটা দেশে বসবাস করলে সেই দেশের আইন-নিয়ম-কানুন মানতে হয়। না মানলে– রাষ্ট্র তার ব্যবস্থা নেয়। রাষ্ট্রের চেয়ে কেউ শক্তিশালী নয়।