
বামপন্থী ছাত্রনেতারা কথায় কথায় বলেন আশি নব্বইয়ের দশকে শিবির এই করতো সেই করতো ইত্যাদি।
অথচ ৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়া শিবির আশি নব্বই দশকে ছিল উদীয়মান ছোট্ট একটি সংগঠন। আর ক্যাম্পাসগুলোতে ছিলো বামদের রমরমা আধিপত্য।
তবুও কেন তারা বারবার আশির দশক নব্বই দশকের ফেনা তুলে শিবিরের উপর দায় চাপাতে চায় তা বুঝতে হলে ৮০-৯০ এর দশকে বামপন্থীদের স’ন্ত্রা’সের কিছু নজীর আমাদের জানতে হবে।
চলুন, এই সময়ে বামদের হাতে হওয়া কিছু হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জানি। (উল্লেখ্য, এখানে শুধুমাত্র বামদের হাতে খু’ন হওয়া শিবির কর্মীদের তালিকা দেওয়া হয়েছে। এর বাইরেও তাদের দেশব্যাপী লাল স’ন্ত্রা’সের বহু ঘটনা রয়েছে)।
০১. সাব্বির আহমদ
ঘটনার স্থান: রাবির প্রশাসনিক ভবনের সামনে (জোহার মাজারের সাথে)
ঘটনার তারিখ: ১১.০৩.১৯৮২
হামলাকারী: ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ (ক-চু), ছাত্রলীগ (মু-হা) ও ছাত্রমৈত্রী
অস্ত্রের ধরন: ছুরি, লাঠি, বলম, হকিস্টিক, রড ইত্যাদি
০২. আব্দুল হামিদ
তারিখ: ১১.০৩.৮২
হামলাকারী: জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন
অস্ত্রের ধরন: ইট, রড, হকিস্টিক, দা ও কুড়াল
০৩. আইয়ুব আলী
তারিখ: ১১.০৩.১৯৮২
স্থান: বিএনসিসি ভবন, রাবি
হামলাকারী: ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ
হামলার ধরন: ইট, ছুরি, রড, রামদা বলম ও লাঠি দ্বারা আঘাত
০৪. আব্দুল জব্বার
স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অজুখানা
তারিখ: ১১.০৩.১৯৮২
হামলাকারী: ছাত্রলীগ (কÑচু), ছাত্রলীগ (মুÑহা), ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন
হামলার ধরন: ইট, ছুরি, রড ও হকিস্টিক
০৫. মাহফুজুল হক চৌধুরী
স্থান: রওজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম;
তারিখ: ২৭.০১.১৮৮৬
হামলাকারী: ছাত্র ইউনিয়ন
ধরন: হকিস্টিক, লাঠি দিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত
০৬. আব্দুল আজিজ
স্থান: রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের মসজিদ প্রাঙ্গণ
হামলাকারী: তাজুল, সবুর, মোশাররফ, জাহাঙ্গীর, জিন্নার নেতৃত্বে বামপন্থী ছাত্রসংগঠনের স’ন্ত্রা’সী বাহিনী
ব্যবহৃত অস্ত্র: রামদা, হকিস্টিক, লাঠি
০৭. আমিনুল ইসলাম
স্থান: বটতলী রেলস্টেশন, চট্টগ্রাম
তারিখ: ২৮.০৪.১৯৮৮
হামলাকারী: ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন
ধরন: ধারালো অ’স্ত্রের আ’ঘাত
০৮. আসলাম হোসাইন
স্থান: ৩২৯ নং কক্ষ, নবাব আব্দুল লতিফ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
তারিখ: ১৭.১১.১৯৮৮
হামলাকারী: ছাত্রমৈত্রী, জাসদ ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ
অস্ত্রের ধরন: রড, হকিস্টিক, ছোরা, কুড়াল ও রামদা
০৯. আসগর আলী
স্থান: শাহ মাখদুম হলের সামনে
তারিখ: ১৮.১১.১৯৮৮
হামলাকারী: ছাত্রমৈত্রী
আঘাতের ধরন: হকিস্টিক, কিরিচ, ছোরা, কুড়াল দিয়ে সারা শরীর ক্ষত-বিক্ষত করে দেয়
১০. খলিলুর রহমান
স্থান: সৈয়দ আমীর আলী হল
তারিখ: ২২.০৬.১৯৯০
হামলাকারী: জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন
অস্ত্রের ধরন: কাটা রাইফেলের গুলি, হকিস্টিক, রড ও কুড়াল
১১. শেখ আমিনুল ইসলাম বিমান
স্থান: শান্তিধাম মোড়, খুলনা
তারিখ: ২৫.০৩.১৯৯২
হামলাকারী: আওয়ামী লীগ ও কমিউনিস্ট স’ন্ত্রা’সীদের আঘাতে
অস্ত্রের ধরন: রামদা, লোহার রড, হাতুড়ি
১২. ইকবাল হোসেন
স্থান: ঠাকুরগাঁও কচুবাড়ি বোর্ড অফিসের নিকটে বাঁশঝাড়ে
তারিখ: ০২.০৬.১৯৯২
হামলাকারী: ছাত্র ইউনিয়ন
হামলার ধরন: শ্বাসরুদ্ধ করে হ’ত্যা এবং হাত ও পায়ের রগ কাটা
১৩. মুনসুর আলী
স্থান: আশরতপুর (চকবাজার), আর.কে. রোডের ধারে
তারিখ: ২১.০৬.১৯৯২
হামলাকারী : বাম ও ঘাদানিক
১৪. আজিবুর রহমান
স্থান: বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা, বুধপাড়া
তারিখ: ০৭.০৭.১৯৯২
হামলাকারী: জাসদ, ছাত্রমৈত্রীর স’ন্ত্রা’সী
হামলার ধরন: শক্তিশালী বো’মার আঘাতে গোটা শরীর ঝলসে যায়
১৫. মোহাম্মদ সাইজুদ্দীন
তারিখ: ১৮.০৭.১৯৯২
হামলাকারী: বাম, ঘাদানিক কমিটির সশ’স্ত্র গুণ্ডাদের হাতে
ধরন: ব্রাশফায়ারে বুক ও মাথা ঝাঁঝরা হয়ে যায়
১৬. মু. আতিকুল ইসলাম দুলাল
তারিখ: ১৮.০৭.১৯৯২
হামলাকারী: বাম ঘাদানিক কমিটির সশ’স্ত্র স’ন্ত্রা’সী
ধরন: ব্রাশফায়ারে বুক ও মাথা ঝাঁঝরা হয়ে যায়
১৭. শেখ রহমত আলী
স্থান: বিএল কলেজ, খুলনা
হামলাকারী : ছাত্রলীগ, ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন
১৮. মু. জাফর আলম
স্থান: লালদীঘি ময়দান চট্টগ্রাম
তারিখ: ২৬.০৭.৯৪
হামলাকারী: ঘাদানিক (বাম, ছাত্রলীগের সন্ত্রাসীরা)
ধরন: গুলি বুকের ডান দিকে ঢুকে বাম দিকে বেরিয়ে যায়
১৯. মঈনুল ইসলাম
স্থান: কলেজ রোড, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সামনে, রংপুর
তারিখ: ২৮.০৮.১৯৯৫
হামলাকারী: জাসদ ছাত্রলীগ
ধরন: রড ও রামদার আক্রমণ
২০. শওকত হোসেন তালুকদার
তারিখ: ১৬.১২.১৯৯৫
হামলাকারী: ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ
আঘাতের ধরন: লাঠি, ছোরা, পরে ইটের উপর মাথা রেখে ইট দিয়ে আঘাত করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ
২১. মঞ্জুরুল কবীর
তারিখ: ১৬.১২.১৯৯৫
হামলাকারী: ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্রঐক্য
ধরন: গুলি, হকিস্টিক এবং ইটের উপর মাথা রেখে ইট দিয়ে হ’ত্যা
২২. মুহাম্মদ আমিনুর রহমান
স্থান: ২ নং গেট, ইসলামী বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৬.০৯.১৯৯৬
হামলাকারী: মুজিববাদী গুণ্ডাবাহিনী ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের ভাড়াটিয়া স’ন্ত্রা’সীদের গুলিতে
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ক্যাম্পাসে প্রথম ছাত্র কর্তৃক ছাত্র খু’নের সংস্কৃতি চালু হয় ১৯৬৯ সালে বামপন্থীদের হাত ধরে। সেই ধারা ৮০, ৯০ এর দশক হয়ে অদ্যাবধি অব্যাহত আছে। ২৮ অক্টোবর ২০০৬ ছাত্রলীগের সাথে মিশে প্রকাশ্যে পি’টিয়ে মানুষ হ’ত্যা করে লাশের উপর নৃত্য করেছিল এই বাম স’ন্ত্রা’সীরা।
আওয়ামী লীগের শাসনামলে এরা প্রতিপক্ষকে রাষ্ট্রের দুশমন হিসেবে বয়ান উৎপাদন করতো এবং তাদেরকে আওয়ামীকরণকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দিয়ে হ’ত্যা করাতো। এই হ’ত্যা’কে বৈধতা দিয়ে সেলিব্রেট করতো বাম স’ন্ত্রা’সীরা।
২৮ ফেব্রুয়ারী গণহ’ত্যা ২০১৩, ৫মে গণহ’ত্যা ২০১৩, জুড়িসিয়াল কি’লিং, দেশব্যাপী আওয়ামী লীগের বিরোধীতা করলেই তাকে হ’ত্যা করার বৈধতা উৎপাদন এই বামনেতৃত্বাধীন শাহবাগই করেছিলো। এক্ষেত্রে শুধু খু’নের দায়েই নয়, উপরন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিলিং মেশিন বানানোর দায়েও এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।