বৃহত্তর উত্তরা

ঢাকা-১৮ আসনেই ভোট দিতে তুরাগবাসী এক জোট

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর ঘোষণা

ইসমাঈল হোসেন শামিম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের বাসিন্দারা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে তারা ঢাকা-১৮ আসনেই ভোট প্রদান করবেন। বুধবার (২০ আগস্ট) উত্তরা খালপাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসী এ ঘোষণা দেন।

তুরাগবাসীর অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তুরাগ থানা অন্তর্ভুক্ত উক্ত তিন ওয়ার্ডকে মিরপুর–পল্লবী-কেন্দ্রিক ঢাকা-১৬ আসনে যুক্ত করার পাঁয়তারা করছে। অথচ নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে ঢাকা-১৮ আসনের কোনো পরিবর্তন হয়নি। তাই এ উদ্যোগকে তারা “হীন রাজনৈতিক ষড়যন্ত্র” বলে আখ্যায়িত করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫২ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “তুরাগ দীর্ঘদিন ধরে উত্তরা-ভিত্তিক ঢাকা-১৮ আসনের সঙ্গে যুক্ত। আমাদের নাগরিক সুবিধা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা ও রাজনৈতিক অধিকার সবই এই আসনের সঙ্গে সম্পর্কিত। অথচ একটি মহল ষড়যন্ত্র করে আমাদের বিচ্ছিন্ন করতে চাইছে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে উত্তরা ছিল অন্যতম কেন্দ্রবিন্দু। শহীদের সূচনা তুরাগ থেকে হয়েছিল। অথচ এখন তুরাগকে বিচ্ছিন্ন করার এই চেষ্টা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান।”

এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, তুরাগকে ঢাকা-১৬ আসনে যুক্ত করা হলে উন্নয়ন বঞ্চনা, স্থানীয় নেতৃত্বের ক্ষতি, সাংস্কৃতিক-ঐতিহাসিক পরিচয়ের অবমূল্যায়ন এবং রাজনৈতিক অধিকার খর্ব হবে। অপরদিকে ঢাকা-১৮ আসনে থেকে গেলে ভৌগলিক ও ঐতিহাসিক ঐক্য বজায় থাকবে, উন্নয়ন অগ্রাধিকার পাবে এবং জনগণের দাবি সরাসরি জাতীয়ভাবে প্রতিফলিত হবে।

কর্মসূচি ঘোষণা
ঢাকা-১৮ আসনকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় উত্তরা খালপাড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তুরাগবাসী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. শফিকুল ইসলাম, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহসহ এলাকার বিশিষ্টজনেরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কামরুল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button